প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৫:০৫ প্রিন্ট সংস্করণ
“প্রশিক্ষিত যুবক মানেই সমৃদ্ধ দেশ, উন্নতির পথে এক দৃঢ় অবশেষ।”
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় যুব উন্নয়ন অফিসের আয়োজনে দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের শেষ দিনে মূল্যায়ন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
২৭শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকায় উপজেলা হলরুম প্রশিক্ষণে অংশগ্রহণ ৪০জন শিক্ষার্থীরকে সনদ প্রদান করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা, প্রশিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রশিক্ষক সৌরভ, প্রোগ্রামার সারোয়ার রিমন, অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ প্রমুখ।
এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর কবীর বক্তব্যে বলেন, “যুব প্রশিক্ষণ কেবল দক্ষতা নয়, এটি আত্মনির্ভরশীলতার প্রথম ধাপ।” যুবসমাজের উন্নয়নের স্বার্থে আমাদের দপ্তর প্রতিবছর বিভিন্ন রকম প্রশিক্ষণের আয়োজন করে থাকে। যদি যুবকরা প্রশিক্ষণ নিয়ে এর সঠিক ব্যবহার করতে পারে জীবনে উন্নতি করা সম্ভব।
যুব শক্তিই জাতির ভবিষ্যৎ, আর প্রশিক্ষণই সেই শক্তিকে সঠিক পথে পরিচালিত করে। কারণ যে যুবক দক্ষ, সে সমাজের অমূল্য সম্পদ।