চট্টগ্রাম

বিনা ভোটে চট্টগ্রাম কাস্টম এজেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:২১:৪১ প্রিন্ট সংস্করণ

বিনা ভোটে চট্টগ্রাম কাস্টম এজেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন

বিগত সরকারের আমলে আওয়ামী লীগ অনুসারী ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতা অপব্যবহার করে নেতৃত্ব নির্বাচনের অভিযোগ উত্থাপন করা বিএনপি অনুসারী ব্যবসায়ীরা এবার বিনা ভোটের পথে হেঁটেছে। পেশী শক্তি ও ক্ষমতার দাপট দেখিয়ে ২৯ পদের বিপরীতে ২৯জন প্রার্থীকে মনোনয়ন দাখিল করিয়ে বিনা ভোটে কমিটি গঠনের কাজ সম্পাদন করেছে। এতে নিজেরা ১৩টি পদ রেখে, পতিত ফ্যাসিস্টের অনুসারীদের ১০টি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর অনুসারীদের ৬টি পদ দিয়ে ভাগাভাগির কমিটি গঠন করেছে। এতে করে আমদানী রফতানি বাণিজ্যের আঁতুরঘর খ্যাত চট্টগ্রাম বন্দর কাস্টমস কেন্দ্রীক সংগঠন চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্টদের প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনে চলছে নানা আলোচনা সমালোচনা।

রোববার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের নিবার্চনের নিবার্চন কমিশনার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্ধিতায় ২৯টি পদের সব পদেই নির্বাচিত ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশনার আলহ্বাজ মোহাম্মদ শরিফ। বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এস এম সাইফুল আলম, প্রথম সহ-সভাপতি পদে আওয়ামী সমর্থক মোঃ নুরুল আফসার, দ্বিতীয় সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ সাইফুদ্দিন, তৃতীয় সহ-সভাপতি পদে বিএনপি সমর্থক আবু ছালেহ, সাধারণ সম্পাদক পদে বিএনপির সমর্থক মোঃ শওকত আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল হক (আলমগীর), দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা জামাল উদ্দিন (বাবলু), অর্থ সম্পাদক পদে বিএনপি নেতা মুক্তার হোসেন পাটোয়ারী, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে এ এস এম রেজাউল করিম (স্বপন), কাস্টমস বিষয়ক ১ম সম্পাদক পদে আওয়ামী সমর্থিত মনসুরুল আমিন রিয়াজ, কাস্টমস বিষয়ক ২য় সম্পাদক পদে মোহাম্মদ মোরশেদুল আলম, বন্দর বিষয়ক সম্পাদক পদে বিএনপি নেতা রোকন উদ্দিন মাহমুদ, বন্দর বিষয়ক ১ম সহ সম্পাদক পদে লোকমান হোসেন খন্দকার, বন্দর বিষয়ক ২য় সহ সম্পাদক পদে তাজুল ইসলাম, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন সম্পাদক বিএনপি নেতা পদে এস এম ফরিদুল আলম, প্রচার ও দফতর বিষয়ক সম্পাদক পদে আহমদ শহিদ উদ্দিন, সংস্কৃতি ও শ্রম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে আওয়ামী নেতা শফিউল আলম।

এছাড়াও নির্বাহী সদস্য পদে মনিরুল ইসলাম (আ.লীগ), শওকত আকবর (জাপা), শাহনেওয়াজ (বিএনপি), মো. আলমগীর হোসেন (বিএনপি), আলমগীর সরকার (জামায়াত), মো. মেজবাহ উদ্দিন (আ.লীগ), মো. শারাফাত উল্লাহ শিপন (আ.লীগ), মো. সালাহউদ্দিন (বিএনপি), গোলাম নবী (বিএনপি), সরওয়ার আলম খান, মহিবুর রহমান চৌধুরী (আ.লী), আমহদ উল্লাহ তালুকদার রিন্টু (আ.লীগ)।

আওয়ামী লীগ-বিএনপি মিলেশিলে কমিটি গঠনের বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি এ এস এম সাইফুল আলম বলেন, চারটির ট্রেড বডির সাথে আলোচনা করে একটা গ্রহণযোগ্য কমিটি প্রদান করা হয়েছে। এখানে আমরা রাজনৈতিক বিষয়টি বিবেচনা করিনি।

আগামী ২৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের নিবার্চন হওয়ার কথা ছিল। গত ২৯ ও ৩০ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ছিল এবং রোববার (৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্ধিতায় ২৯টি পদের সব পদেই নির্বাচিত ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশনার আলহ্বাজ মোহাম্মদ শরিফ।

তথ্যমতে, ২৫শ ভোটার নির্বাচনে ভোট দেয়ার কথা ছিল। এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় নগরের আগ্রাবাদে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সমমনা পরিষদের প্রার্থীদেরর মনোনয়নপত্র সংগ্রহ করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পরিষদের সমন্বয়ক কাজী মাহমুদ ইমাম বিলু। অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ২৯টি পদের বিপরীতে কেবল ২৯টি মনোনয়নপত্র দাখিলের লক্ষ্যে সদস্যদের মনোনয়নপত্র পেশিশক্তির দাপট দেখিয়ে নিজেদের জিম্মায় রেখে দেন বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content