রংপুর

বিরলে পুলিশকে ফাঁকি দিয়ে যুবদলের মানববন্ধন

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ২:৩৪:৫৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে দিনাজপুরের বিরল পৌর যুবদলের ব্যানারে সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বভাবাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পূর্ব ঘোষিত স্থান পরিবর্তন করে টিএন্ডটির সামনের সড়কে মানববন্ধন পালন করেছে। স্বল্প সময়ের ওই মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং উপজেলা যুবদলের কোন নেতৃবৃন্দকে মানববন্ধনে উপস্থিতি দেখা যায়নি। তবে পৌর যুবদলের হাতে গোনা কয়েকজনে স্বল্প সময়ের ওই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেছিলেন। এ সময় খালেদা জিয়া মুক্তি পরিষদ বিরল উপজেলা শাখার আহবায়ক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিমুল ইসলাম, পলাশবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি সাবেক সেনা সদস্য আলতাব হোসেন, খালেদা জিয়া মুক্তি পরিষদ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শহীদ জিয়া ছাত্র পরিষদ জেলা শাখার সহসভাপতি রেজাউল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content