প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৬:৩৯:১৪ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে মহাদেবপুর শ্রী কৃষ্ণ চৈতন্য সৎসঙ্গ সংঘ রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম দিনাজপুরের সহকারি পরিচালক মো. মশিউর রহমান প্রমুখ।