প্রতিনিধি ১ আগস্ট ২০২৪ , ৫:৪২:২৩ প্রিন্ট সংস্করণ
দুইদিন ধরে থেমে থেমে চলা বৃষ্টির পানিতে ডুবলো চট্টগ্রাম। বুধবার শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ডুবিয়ে দিয়েছে পুরো নগরীর বেশিরভাগ এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া লোকজন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১১২ মিলিমিটার।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আলী আকবর জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত আগামী ২৪ ঘণ্টা থাকতে পারে। পরদিন থেকে কিছুটা কমার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় জোয়ার শুরু হয়েছে। ভাটা শুরু হয় ১০টা ৫১ মিনিটে। আবার জোয়ার আসবে বিকেল ৫টা ৪১ মিনিটে।
এদিকে বৃষ্টিতে নগরীর জিইসি মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহরসহ বেশ কিছু নিচু এলাকার সড়ক, বাসা-বাড়ি, দোকানপাটে পানি উঠে গেছে। অনেক বড় সড়কে স্বাভাবিক গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিছু গাড়ি আটকে পড়ে পানিতে। দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
এতে নগরীর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা। অপরদিকে পাহাড় ধ্বসের আশঙ্কায় নগরীর ঝুকিপূর্ণ পাহাড়গুলোর বসবাসকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক। তথ্য সূত্রে পাওয়া যায় নগরের ২৬টি পাহাড়ে সাড়ে ছয় হাজারের ও অধিক ঝুকিপূর্ণ বসতি রয়েছে। পাহাড় ধ্বসের ঝুঁকি মাথায় নিয়েই তারা বসবাস করে আসছে।
এদিকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে লালদীঘির মাঠে ডাকা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে তাদের ‘অনলাইন অ্যাকটিভিটিস্ট’ চলমান থাকবে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এ ঘোষণা দেন।