চট্টগ্রাম

বৈষম্যমুক্ত দেশ গঠনে সকলের আন্তরিকতা অনিবার্য : হাসনাত আব্দুল্লাহ

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৪:৫০ প্রিন্ট সংস্করণ

বৈষম্যমুক্ত দেশ গঠনে সকলের আন্তরিকতা অনিবার্য : হাসনাত আব্দুল্লাহ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে আর কখনও বৈষম্যের গোড়াপত্তন করা যাবে না। এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুধু ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে তা নয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের সর্বোচ্চ ঢেলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সকলের সমঅধিকার নিশ্চিতের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পুলিশ ভাইরা কাজে ফিরে আসুন। যারা দোষী তাদের শাস্তি হবে। সব পুলিশ ডিবি হারুন না। যারা ভালো পুলিশ, আমরা তাদেরকে সহযোগিতা করব।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে কোনো সমন্বয়ক লাগেনি। এখনো কোনো সমন্বয়ক লাগবে না। চট্টগ্রামে এখন থেকে সবাই সমন্বয়ক এবং সবাই সহ-সমন্বয়ক।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। পতিত স্বৈরাচারের দোসররা আবারও ক্ষমতা কুক্ষিগত করতে মরিয়া। কিন্তু এদেশের আপামর জনতা তাদের সে আশা পূরণ হতে দিবেনা। ছাত্র সমাজ দেশকে ভালবাসে, ধারণ করে, হৃদয় উজাড় করে দিয়ে বিপদ আপদে দূর্নিবার গতিতে ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং এদেশ পথ হারাবেনা।

সভায় চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content