চট্টগ্রাম

বোয়ালখালীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ গুরুতর হতাহত হননি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী পৌর সদরের বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গাড়ির চালকদের সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া মাইক্রোবাসটি (চট্টমেট্রো চ-১১-৩০৭৮) পোপাদিয়া থেকে গোমদণ্ডী ফুলতলের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় যাত্রী আনতে যাচ্ছিল। পথে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়।মাইক্রোবাসের চালক ও হেলপার দ্রুত লাফিয়ে নেমে প্রাণে বাঁচলেও নুরুল ইসলাম (৫৫) নামে এক পথচারী সামান্য দগ্ধ হয়েছে বলে জানায়প্রত্যক্ষদর্শীরা। আহত পথচারী নুরুল ইসলাম বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের বাসিন্দা।তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া জানান, নুরুল ইসলাম চিকিৎসাকালে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং মাতলামি করছিলেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, মাইক্রোবাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণ করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর

Sponsered content