চট্টগ্রাম

বোয়ালখালীতে ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী নিহত

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৭:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ডাম্পারের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দিগন্ত বড়ুয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় রাতুল বড়ুয়া (৩০) নামের একজন আহত হন।

রবিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিগন্ত বড়ুয়া রাউজান উপজেলার নোয়াপাড়ার বড়ুয়া পাড়া এলাকার তাপস বড়ুৃয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বান্দরবানগামী মোটরসাইকেলের সাথে কালুরঘাটগামী বালুবাহী ডাম্পারের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিগন্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করেন এবং রাতুল বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

আরও খবর

Sponsered content