প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১০:১৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এবালন ফ্যাশন লিমিটেড নামের জ্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার সময় কারখানার চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে বোয়ালখালী, চট্টগ্রাম নগরের মোহরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি করে ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। তবে আগুনে কারখানার কাপড় পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতলে এবালন কারখানা ভবনের চতুর্থ তলায় রাখা কাপড়ে আগুন লাগে। এতে ভবনটির জানালা দিয়ে আগুন আর কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। এ সময় কারখানা ভবন থেকে বের হয়ে আসেন শ্রমিকেরা।
এবালন ফ্যাশন কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চারতলায় ইবাদতখানা আছে। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এদিকে, আগুন লাগার খবর পেয়ে কারাখানায় ছুটে এসেছে কর্মরত শ্রমিকদের আত্মীয়-স্বজনরা।
এবালন ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালক তপন সরকার বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হতে পারে। কারখানায় জ্যাকেট, ব্যাগ ও পোশাক তৈরি করা হতো। চারতলা ভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত শ্রমিকেরা কাজ করে। আমাদের কারখানায় ৪৪০ জন শ্রমিক কাজ করেন। চতুর্থ তলায় কাপড় রাখা হতো। দুপুরের খাবার খাওয়ার কক্ষ ছিল তার ওপরের তলায়। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ণয় করা যায়নি বলে জানায় তিনি।
ফায়ার সার্ভিসের পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, বিকেল ৫টার দিকে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।