প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩২:২৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছবি এডিট করে অসত্য ও অপপ্রচার ছাড়ানোর অভিযোগে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক এস এম শাহেদ হোসাইন ছোটন।
শনিবার( ০৮ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিক এস এম শাহেদ হোসাইন ছোটন বোয়ালখালী থানায় নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহতছম পাড়ার তাহের ড্রাইভারের ছেলে মোঃরানাকে অভিযুক্ত করা হয়।
সাংবাদিক এস এম শাহেদ হোসাইন ছোটন ৫নং সারোয়াতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের এস এম আবুল কাশেমের পুত্র এবং জাতীয় দৈনিক ভোরের দর্প পত্রিকা এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত সিটিজি সংবাদের চট্টগ্রামের বোয়ালখালী প্রতিনিধি হিসেবে দায়িত্বে রয়েছেন ।
জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত ব্যক্তি তার ব্যাক্তিগত ফেসবুক আইডি Md. Rana যাহার আইডি লিংক https://www.facebook.com/share/15upsDeN8S/ নামের আইডি থেকে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর এবং অপ্রীতিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে এস এম শাহেদ হোসাইন ছোটনের পরিবারের সুনাম হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক এস এম শাহেদ হোসেন ছোটন বলেন, তার সাথে আমার ব্যক্তিগত কোন ঝামেলা নেই। গত শনিবার( ৮ ফেব্রুয়ারি)আমি আমার ফেসবুক আইডি থেকে ২নং ওয়ার্ডের ইকবালপার্ক হাজীরহাট জামে মসজিদের নতুন কমিটিকে অভিনন্দন বার্তা পোষ্ট করি।এরপর থেকে রানা নামের ব্যক্তিটি তার ব্যাক্তিগত ফেসবুক থেকে আমার ছবি ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে আমার এবং আমার পরিবারের সুনাম অপূরনীয় ক্ষতিসাধন করে যাচ্ছে।রানা আমাকে এবং আমার পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে।তাই আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী করেছি।
অভিযুক্ত মো. রানাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এস এম শাহেদ হোসেন ছোটনের বিরুদ্ধে ফেসবুকে ছবি বিকৃতি করে অসত্য ও অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি ।