চট্টগ্রাম

বোয়ালখালীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৩:৫০:৪৫ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বসতঘর থেকে হিরন্ময় চৌধুরী (৫৬) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ। 

সোমবার (১০ মার্চ) দুপুরে বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গ্রামের নিজ ঘর থেকে হিরন্ময় চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিরন্ময় চৌধুরী ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা গ্রামের মৃত সচীন্দ্র বিজয় চৌধুরীর ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ সূত্রধর বলেন, হিরন্ময় চৌধুরী গবাদিপশুর বনাজি চিকিৎসক ছিলেন। তার দুই মেয়ের বিয়ে দিয়েছেন। ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। সকাল ১১টার দিকে বসত ঘরের নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বোয়ালখালী থানা পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় তার একটি হাতের লেখা চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে । তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content