দেশজুড়ে

বোয়ালমারী সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের মেলা অনুষ্ঠিত 

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৫ , ৬:০৯:০২ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারী সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের মেলা অনুষ্ঠিত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের তারুণ্যের মেলা ও ইংরেজী উৎসব, ষষ্ঠ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস বরণ, বিতর্ক প্রতিযোগীতা ও টকশো অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪.০১.২৫) সকাল ১০টায় বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী চলমান এই মেলায় স্টলে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংস্কৃতির নানা উপকরণ, ৩৬ জুলাইয়ের গণঅভ্যুথানের গ্রাফি  প্রদর্শন করেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যের প্রতি আগ্রহ দর্শক ও অতিথিদের মনোমুগ্ধ করে। 

প্রথমদিনের অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী তানভীর হাসান চৌধুরী, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক মো. রেজাউল হক।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. গোলাম রাব্বানী সোহেল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিজ ডা. মো. শরিফুল ইসলাম, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক মো. কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক বোয়ালমারী বর্তা সম্পাদক ও প্রকাশক এ্যাড. কোরবান আলী। রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোক্তার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content