দেশজুড়ে

ভালুকায় বাসাবাড়িতে আগুন

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৬:২৩:৩৩ প্রিন্ট সংস্করণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি স্কয়ার মাস্টারবাড়ি ছোট কাশর নামক এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, গফরগাঁও ধীতপুর থেকে আসা শামসুল হক তার পরিবার মো: সিহাব মিয়ার বাড়িটিতে দীর্ঘ্যদিন যাবত বাড়া থাকত। ঘটনার সময় তারা বাড়ির বাহিরে ছিল। ব্যাপারে বাড়ির মালিক মো: সিহাব মিয়া জানান, রান্নার পর হয়তো গ্যাসের চুলা ভূলকরে না নেভালে আগুনের সূত্রপাত হয়ে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস থানায়  খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা চেষ্টাচালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানা এস.আই মো: রুহুল আমিন ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে এবং আনুমানিক ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাসাবাড়ির প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান বাড়ির বাড়াটিয়ারা।

 

আরও খবর

Sponsered content