দেশজুড়ে

ভালোবাসার উপহার নিয়ে লক্ষীপুরে শ্রমিকদের পাশে অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্ট

  প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৩:৪৮:০৪ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে কর্মহীন পরিবহন শ্রমিক, সেলুন কর্মচারীদের খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে অধ্যক্ষ এম সাত্তার ট্রাস্ট ২৩ মে শনিবার বিকেলে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় কর্মহীন অতিদরিদ্র পরিবহন শ্রমিক সহ বিভিন্ন ধরনের শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হয় স্থানীয় এসব শ্রমিকদের অসহায়ত্বের কথা বিবেচনা করেই ইতোমধ্যে দুই দফায় প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয় যেগুলোকে ত্রাণ নয়, ভালোবাসার উপহার হিসেবে উল্লেখ করছেন ট্রাস্টেও চেয়ারম্যান অধ্যক্ষ এম সাত্তার

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন লক্ষীপুর এনএসআই উপপরিচালক মানিক দে, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, মান্দারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম প্রমুখ

এসময় অধ্যক্ষ এম এস সাত্তার বলেন, করোনার এই ক্রান্তিকালে গত দুইমাস গণপরিবহনের চাকা না ঘোরায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা দেশের প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিক, এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটি ক্ষুদ্র প্রয়াস

প্রধানমন্ত্রী বলেছেন, মনুষ্যত্ববোধের পরিচয় বিপদেই দিতে হয় আমি মনে করি সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে এসব অসহায় মানুষের কঠিন মুহূর্ত জয় করা সম্ভব

আরও খবর

Sponsered content

Powered by