প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৯:০৪:৩২ প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভূরুঙ্গামারী থানার এস আই নাজিবুল হকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের লাল ব্রিজগামী রাস্তার পাশ থেকে জিয়ারুল ইসলাম জিয়া ওরফে রুবেল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক যুবক ছোট খাটামারি গ্রামের ইছহাক আলী ভান্ডারির পুত্র। ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।