চট্টগ্রাম

ভোট দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভোটারের

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৬:৫৭:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোট দিয়ে ফেরার পথে প্রাণ গেল ভোটারের

কক্সবাজারের রামুতে ভোট দিয়ে ফেরার পথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলী আহমদ (৮২) নামে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল।

রোববার দুপুর পৌনে ১টার দিকে উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আহমদ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়া গ্রামের বা‌সিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের ছেলে জুলফিকার আলী ভুট্টো জানান, তার বাবা উত্তর মিঠাছড়ি ভোট কেন্দ্রে থেকে বেলা ১২টার দিকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন।

আরও খবর

Sponsered content