প্রতিনিধি ৯ জুলাই ২০২৪ , ৫:৫৭:৫৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোলপ্লাজা এলাকায় ৬৫ হাজার ৫শ পিস ইয়াবাসহ কাভার্ডভ্যানের দুই চালককে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি এই ইয়াবাগুলো উদ্ধার করেন। গ্রেপ্তার চালকরা হলেন মোঃ ইসলাম (৩৮) ও মোঃ হাবিব (২৮)।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে টোলপ্লাজায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বার থেকে ৬৫ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের ২ চালককে গ্রেপ্তার করা হয়।