দেশজুড়ে

মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলীকে গলা কেটে হত্যা

  প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৫:৪৮:৪৫ প্রিন্ট সংস্করণ

মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলীকে গলা কেটে হত্যা

যশোরের মনিরামপুরে মঙ্গলী ওরফে পলি (৪০) নামের তৃতীয় লিঙ্গের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সাতনল গ্রামে নিজ বাড়িতে খুন হন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘর থেকে মঙ্গলীর মরদেহ উদ্ধার করে। তবে, কি কারনে হত্যার শিকার হয়েছেন তা এ রিপোর্ট লেখা পর্যন্ত উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় তার ভাই মিজানুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি এবিএম মেহেদি মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আটকের বিষয় অভিযান চলছে।

জানাযায়, উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান মঙ্গলী পার্শ্ববতী সাতনল গ্রামে জমি কিনে বাড়ি করে একাকী বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে ঘরে ঘুমানোর পর থেকে মঙ্গলীর কোন সাড়া শব্দ না পাওয়ায় শুক্রবার রাত ৭টার দিকে স্থানীয় লোকজন বাড়িতে যায়। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর তার সাড়া না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে যান স্থানীয় লোকজন। তাকে ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়।

আরও খবর

Sponsered content