ঢাকা

মনোহরদীতে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২২ , ৫:০৪:২২ প্রিন্ট সংস্করণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদীতে বারবিকিউ পার্টিতে খাবার খেয়ে মিজানুর রহমান (২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে নরসিংদী জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মিজান ওই গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি সিলেট জেলার কানাইঘাট থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারী পুলিশ সদস্য মিজানুর রহমান ছুটি নিয়ে বাড়িতে আসেন। শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে নয়াপাড়া গ্রামের শান্তি মাস্টারের বাড়িতে বারবিকিউ পার্টি দেয়। সেখানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন মিজান।

পরে স্বজনরা তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। পরে হাসপাতালে নেওয়ার পর শুক্রবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিজানের ছয় বন্ধুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন পশ্চিম নয়াপাড়া গ্রামের মাহবুবুল আলমের ছেলে সাব্বির আলম (২৪), আব্দুল আলীর ছেলে আশিকুর রহমান (২৫), খিদিরপুর গ্রামের আব্দুর রশিদ আব্বাসীর ছেলে তানিম আব্বাসী (২৫), মনতলা গ্রামের আব্দুল করিমের ছেলে সাজিদুল বারী শাকিল (২৫), আব্দুর রশিদের ছেলে বোরহান উদ্দিন (২৩), কালিরচর গ্রামের শাহাদাত হোসেন আরাফাতের ছেলে সোয়াদ হোসেন আরাফাত সৌরভ।

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম, সন্দেহজনকভাবে ছয়জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content