চট্টগ্রাম

মসজিদ নির্মাণে লাখ টাকা অনুদান দিলেন পৌর মেয়র

  প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৪:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ

মসজিদ নির্মাণে লাখ টাকা অনুদান দিলেন পৌর মেয়র

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় একটি মসজিদ নির্মাণকাজের জন্য এক লাখ টাকা অনুদান সহায়তা করেছেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালুটিয়া হিমছড়ি এলাকার মরহুম ইছহাক ফকির জামে মসজিদের নির্মাণকাজের জন্য তাঁর মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে তাঁর দপ্তরে মসজিদ কমিটির সভাপতি আবু তাহের সওদাগর ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের হাতে নগদ এক লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেন পৌর মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম। পরে আরও অনুদান দেবেন বলে আশ্বস্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী ও সাবেক দোহাজারী ইউপি সদস্য আলহাজ নাছির উদ্দীন।

পৌর মেয়র লোকমান হাকিম বলেন, “মসজিদ আল্লাহর ঘর। আমার মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়নে নিয়মিত আর্থিক সহায়তা করে থাকি। আমার ও আমার পরিবারের সদস্যরা আমাদের আয়ের একটা অংশ মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়ন, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি বন্যাকবলিত, অগ্নিদুর্গত, রোগাক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমি ও আমার পরিবারের সদস্যরা সব সময় সোচ্চার। দোহাজারীতে অনেকগুলো মসজিদে আমরা সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন করেছি ফাউন্ডেশনের মাধ্যমে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও ফাউন্ডেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content