দেশজুড়ে

মহান বিজয় দিবসে ৩৮ ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণ 

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৭:১০:৩৩ প্রিন্ট সংস্করণ

মহান বিজয় দিবসে ৩৮ ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচী পালন

পাবর্ত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং পাহাড়ি-বাঙ্গালী হিল ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

১৬ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটায় উপজেলার ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর অডিটোরিয়ামে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে ও  জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয় । 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিযনের সহকারী পরিচালক এস এম  শরিফুল আলম, ব্যাটালিয়ন সিএ ও কোম্পানি কমান্ডার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মঞ্জুর আলম মোর্শেদ, আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমানসহ ৩৮ আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর অফিসার ও সদস্যবৃন্দ এবং আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার, সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেও স্বাধীন হতে পারিনি,  ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদী সরকারের শাসন নতুন করে স্বাধীনতা পেলেও পূর্নাঙ্গ স্বাধীন হতে পারিনি। আমাদের সামনে অনেক কিছু বাকি রয়েছে, আমাদের নতুন প্রজন্মরা এগিয়ে এসেছে, দেশকে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। আমরা ১৯৭১ সাল এবং  জুলাই বিপ্লবে অনেকে হারিয়েছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বা গুরুতর আহত হয়েছেন।  আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 

তিনি আরও বলেন, আমরা দেশের সাধারন মানুষের মতো নয়, সবার থেকে আলাদা, কারণ আমরা সশস্ত্র, আমরা স্বাধীনতা রক্ষার শপথ নিয়েছি। আমরা আমাদের স্বাধীনতার জন্য নিজদের জীবনকে উৎস্বর্গ করতে প্রস্তুত। 

আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের  পক্ষ থেকে  শীতার্ত অসহায়, দুস্থ পাহাড়ি বাঙ্গালী হিল ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রায় দেড় শতাধিক অসহায়, গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন মোহাঃ মাহবুবুর রহমান, পরিচালক ৩৮ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর,  বাইট্টাপাড়া,  লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

উল্লেখ্য যে, সকাল ৬.২৫ টায় জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে দশটায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের সূচনা করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রতির বানী ও প্রধান উপদেষ্টার বানী পাঠ, বিজয় দিবস উপলক্ষে পরিচালক ও সহকারী পরিচালকের আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শণ, শীতবস্তু বিতরণ, বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। 

আরও খবর

Sponsered content