দেশজুড়ে

মাদক মামলার আসামির মৃত্যু

  প্রতিনিধি ২ জুন ২০২০ , ৫:৫১:২৫ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। হুমায়ুন কবির দর্পণ (৫৩) নামে ওই ব্যক্তি বরিশাল জেলা শহরের জিয়া সড়কের সৈয়দ হালিম মিয়ার ছেলে।সোমবার (১ জুন) রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ঝালকাঠি জেল সুপার শফিউল আলম।
জেল সুপার বলেন, ওই ব্যক্তি কারাগারের ভেতর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে জেলা সুপার বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানার ২টি এবং ঝালকাঠি সদর থানায় একটি মাদক মামলা রয়েছে বিচারাধীন রয়েছে।

 

আরও খবর

Sponsered content