বাংলাদেশ

মার্চে কাতার যাবেন প্রধানমন্ত্রী, সেপ্টেম্বরে ভারত সফরের সম্ভাবনা

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৮:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

জাতিসংঘের স্বল্পন্নোত দেশগুলোর পঞ্চম সম্মেলন এলডিসি-৫ এ যোগ দিতে আগামী মার্চে কাতার যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে নয়া দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দীর্ঘ বিরতির পর আজ পুনরায় নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিং প্রথা চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীনকে সংবাদ ব্রিফিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থগিত হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর জাপান সফরের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, জাপানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি।

আরও খবর

Sponsered content

Powered by