চট্টগ্রাম

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ , ৪:২৬:৪৯ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। আটককৃতরা হলেন, মিরসরাই পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর জামা (৫২) , ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাবেদ (৩৪), ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য নুর হোসেন (৩২) ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ইলিয়াস হোসেন বাচ্চু ( ৪২)।

শুক্রবার ( ১৮ অক্টোবর) মধ্যরাতে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের আটক করে মিরসরাই থানা পুলিশ।

মিরসরাই থানা পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালীন আসামিরা মিরসরাই পৌর সদরের স্টেডিয়াম, মাতৃকা হাসপাতাল সড়ক, কলেজ রোড, উপজেলা রোডসহ মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন স্থানে প্রোফাইল লাল করার অপরাধে কয়েকজন ছাত্রের উপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে। তাদের অপরাধ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে তাদের প্রোফাইল লাল ছবি দিয়েছিল।

হামলার ঘটনাকে কেন্দ্র করে গত ৬ অক্টোবর মিরসরাই থানায় ভুক্তভোগী এমরান হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে মামলা নং ৫ রুজু করে। 

মিরসরাই থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, লিখিত অভিযোগ ও উপযুক্ত তথ্যের ভিত্তিতে আসামিদের আটক করে আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। 

আরও খবর

Sponsered content