প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৫:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে কেমিস্টস্ সম্মেলন ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৬ অক্টোবর) মিরসরাই অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মিরসরাই উপজেলা শাখার সভাপতি রফিকুন্নবী রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন ও ঔষধ তত্ত্বাবধায়ক ফজলুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস চট্টগ্রাম শাখার সহ-সভাপতি জয়প্রকাশ দাশ। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মিরসরাই উপজেলা শাখার সহ-সভাপতি শহীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিডিএস চট্টগ্রাম শাখার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল গনি।
সভার আলোচনায় আলোচকবৃন্দ বলেন, লাইসেন্স বিহীন ঔষধ বিক্রি করা যাবে না, বাংলাদেশ সরকারের অনুমোদন ব্যতীত যে কোন ঔষধ বিক্রি অবৈধ এছাড়া ঔষধ বিক্রি করতে হলে অবশ্যই ৩ মাসের কোর্স সম্পন্ন করতে হবে।