প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ৮:১০:২১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার একটি বাড়ির উঠোনকে চোরাই গাড়ির হাট বানানো হয়েছে। বাড়ির উঠোনে মাস ব্যাপি চোরাই গাড়ি রেখে বেচাকেনার প্রক্রিয়া চলছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই গাড়ি সহ ১জনকে আটক করতে সক্ষম হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেন।
থানাসুত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার ৪ নং ধুম ইউনিয়নের নাহেরপুল এলাকার এরাদুল হক মেস্ত্রী বাড়ির উঠানে দুটি চোরাই গাড়ি বিক্রির পক্রিয়া চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঝটিকা অভিযান চালানো হয়। ঝটিকা অভিযানে বাড়ির উঠান থেকে দুটি চোরাই প্রভোক্স গাড়ি সহ চোরাই গাড়ি বেচাকেনার সাথে জড়িত ওই বাড়ির আমজাদ হোসেন পিন্টু (৩৪) নামে একজন কে হাতে নাতে আটক করা হয়। এসময় আরো ২জন চোরা কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত আমজাদ হোসেন ওই বাড়ির মোশাররফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাড়ি দুটির একটি সাদাদ রংয়ের যার রেজি: নং ঢাকা মেট্রো-গ-১৪-৭২১৮, চেসিস নং– ঘঈচ-৫০-০০২৮৭৩৮ (ঘষামাঝা) ইঞ্জিন নং-অস্পষ্ট। অন্যটি সাদা রংয়ের পুরাতন গাড়ি, যার রেজি নং ঢাকা-মেট্রা-গ-৭২২১, ইঞ্জিন নং- ওঘত- ঈ০৮৮৯৯০, চেসিস নং-ঘতঊ১২১-৩৩৬২১৮৮।
গাড়ি দুটি থানা হেফাজতে নেয়ার পর আটক পিন্টর পক্ষ হয়ে এক যুবক বলেন, এখানে একটি গাড়ি নিজে চালানোর জন্য পিন্ট গিয়াস নামে এক যুবক থেকে ১মাস পূর্বে ক্রয় করে। গাড়ির কাগজ নবায়ন করতে আরটিএ গিয়ে দেখে গাড়ির কাগজ নকল। তাই গিয়াসকে পুনরায় ফোন করে এনে তার কারন জানতে চাইলে গিয়াস আরো একটি প্রভোক্স তাদেরকে হস্তান্তর করে ও কাগজ ঠিক করে দিবে বলে সময় চায়। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা আছে বলেও জানান তিনি। এমন কি বিষয়টি থানার অফিসার ইনচার্জ অবগত বলেও তিনি জানান।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, গাড়ি বেচাকেনার একটি ঝামেলা তাকে মৌখিক ভাবে জানানো হয়েছিল। কিন্ত পরে জানতে পারেন এগুলো চোরাই গাড়ি। তাই গড়ি দুটি জব্দ করে এক আসামীকে গ্রেতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। গড়ি দুটির মুল্য প্রায় ৯লাখ টাকা।