প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৬:৪১:৩৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে ভুট্টা বোঝাই ট্রাক চাপায় ১ শিশু ও ২ নারীসহ ৩ জন ইন্তেকাল করেছেন। নিহত ৩ জন একই পরিবারের সদস্য এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা রাস্তার মুখে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু ও নারী সহ ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকৃতরা হলেন সীতাকুণ্ড উপজেলার মহানগর ইউনিয়নের বগাচতর এলাকার আবুল কালামের স্ত্রী নুরজাহান বেগম (৪৫) আবুল কালামের মেয়ে কাজল রেখা( ২২) ও তার ৬ মাসের নাতি কাজলরেখার ৬ মাসের শিশু পুত্র আনাস। এসময় আহত হয় আরো ৩ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আহতরা ২ জন নিহতদের পরিবারের পুরুষ সদস্য ও অন্য ১ জন অটোরিকশা চালক। স্থানীয়রা জানায়, বড়দারোগারহাট থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করে তারা খৈয়াছড়া ঝর্ণা এলাকায় একটি আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সিএনজি থেকে নামার সময় এই দূর্ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে ভুট্টা বোঝাই ট্রাকের নিচে চাপা পড়া থেকে শিশু সহ নিহত ৩ জনের মৃতদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার জানান, নিহতদের লাশ উদ্ধার করে আইনি হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের কেউ এখনো যোগাযোগ করে নাই। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।