প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৬:৫৯:০৮ প্রিন্ট সংস্করণ
মিরসরাই উপজেলা প্রতিনিধি:
মিরসরাইয়ের ইকোনমিক জোনে গত ২৪ অক্টোবর ড্রেজার ডুবিতে ৮ শ্রমিকের মৃত্যুর মাত্র ১২ দিনের মাথায় ১ নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক বসুন্ধরা কোম্পানির ক্যামিকেল ফরমিক সেক্সনে কাজ করত। তার নাম মোঃ জামিনুর রহমান (৩৫)।
শনিবার ( ৫ অক্টোবর) বিকাল ৪ টায় ইকোনমিক জোনের বসুন্ধরা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, ঝুঁকি পূর্ণ ভাবে কাজ করার সময় উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত নি করায় নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে যায় শ্রমিক মোঃ জামিনুর রহমান। এসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, একজন শ্রমিকের লাশ থানা হেফাজতে রয়েছে। তদন্ত কাজ চলমান আছে। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।