ঢাকা

মির্জাপুরে আ.লীগ নেতা আব্দুল করিম গ্রেপ্তার

  মো. আবুসালেহ সজীব মির্জাপুর, টাঙ্গাইল ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৬:০৫ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের মির্জাপুরে ডেভিল হান্ট অপারেশনের পঞ্চম দিনে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মির্জাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল করিম মিয়া উপজেলার লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ওই ইউনিয়নের সারের ডিলার। তিনি লতিফপুর ইউনিয়নের গোড়াকী গ্রামের হাজী তমছের আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়।

এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞতনামা আসামি হিসেবে আব্দুল করিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মির্জাপুর উপজেলা থেকে আব্দুল করিম মিয়াসহ চার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মিয়াকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, বিকালে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content