মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ২৯ ডিসেম্বর ২০২৪ , ৬:৫৩:০১ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাত দলের দশ সদস্য মহিলাদেরকে গ্রেফতার করলো ডিবি পুলিশ।
তথ্য মতে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। উক্ত আসামীরা একটি হায়েচ মাইক্রোবাস নিয়ে বিভিন্ন জাগায় হিন্দু বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে সকল মহিলারা মাথায় সিধুর, কপালে টিপ এবং হাতে শাখা পরিয়া ডাকাতের প্রস্তুতি নিয়ে গাজীপুরের সালনা হতে এসে বর্ণিত হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতদলের প্রায় সবাই নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
নিবাসী। এসব ডাকাতরা পূর্বহতে তথ্য সংগ্রহকরে বিভিন্ন বাড়িতে হাসপাতালসহ বিভিন্ন জনসমাগম স্থলে ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাই এবং ডাকাতি করে থাকে। নিজেদের পরিচয় আড়াল করে বিশ্বাসযোগ্য করে তুলতে তারা কখনো হিন্দু বা অন্য যেকোন ধর্মীয় পোশাক এবং বেশ ধারণ করে থাকে। আসামী সকলেরই ডাকাতিসহ বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ১। সুরত মিয়া (৩৮), পিতা- মৃত. খালাই মিয়া ওরফে কালা মিয়া ওরফে কালাম মিয়া, গ্রাম- ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। তাসলিমা (৩২), পিতা- আবু মিয়া, গ্রাম- ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয্য, ৩। জুলেখা বেগম (৩১), পিতা- রমজান মিয়া, গ্রাম- বাঘাসুরা, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ৪। আসমা বেগম (৩০), পিতা- মৃত ইউনুস আলী, গ্রাম: ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৫। সেলিনা বেগম (৩২), পিতা- মৃত সমুজ আলী, গ্রাম: সাং-বন্দরআটি (সাবদু মিয়ার বাড়ী), থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৬। মোছাঃ আলেয়া (৩৭), পিতা- মৃত কালাম, মাতা- রওশন আরা, গ্রাম- ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৭। সোনিয়া আক্তার (২১), পিতা- আঃ কাদির, গ্রাম: ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৮। মোছাঃ রিফা আক্তার (২৬), পিতা- নূর মিয়া, গ্রাম- ধরমন্ডল, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৯। আকলিমা বেগম (৪০), পিতা- মৃত মজিবর রহমান, গ্রাম: সরাইল, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয্য, ১০। মো. সেলিম সরকার (৩৭), পিতা- মো. ছামসুল হক, গ্রাম: কুশমাইল টেকিপাড়া, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ।
এব্যাপারে টাঙ্গাইল ডিবি উত্তর (ওসি) এ বি এম এস দোহা সংবাদমাধ্যমকে বলেন, উক্ত অভিযানে টাঙ্গাইলের এস পি মো. সাইফুল ইসলাম শান্ত এর দিক নির্দেশনায় একটি হায়েচ জব্দ সহ ১০ জন ডাকাত দলের সদস্যদের নামে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।