ঢাকা

মির্জাপুরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ১৩ মার্চ ২০২৫ , ৮:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের সামনে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই কর্মসূচি পালন করে।

এত নেতৃত্ব দেন উপজেলা নির্বাচন অফিসার শাহানাজ আক্তার। এসময় সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. সাজেদুর রহমান, অফিস সহকারী, এসএম মোর্শেদ, বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে বলে জানা গেছে। তাঁরা জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশনের হাতে রাখার দাবি জানান।

আরও খবর

Sponsered content