মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর (টাঙ্গাইল) ২৬ ডিসেম্বর ২০২৪ , ৮:২৮:৪৬ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে বনের ভিতর অবৈধভাবে গড়ে উঠা ৬টি বাড়ির ৯টি ঘর উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মেশিন দিয়ে ঘরে ভেঙে দেয়া হয়। যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সহকারীসহ বন সংরক্ষক আবুসালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবুনাসের মহসীন হোসেন এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় বনের জায়গা দখল করে গত কয়েক মাসে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছিল ওই এলাকার একটি চক্র।
বিষয়টি টাঙ্গাইল বন বিভাগের মির্জাপুর রেঞ্জ অফিস জানার পর বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বনবিভাগ। অভিযানে বনবিভাগের জায়গায় গড়ে উঠা ৬টি বাড়ির ৯টি ঘর ভেকু মেশিন দিয়ে ভেঙে দেয়া হয়। এছাড়া এক একর জমি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মাসুদুরব রহমান দৈনিক ভোরের দর্পণ পত্রিকাকে বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।