ঢাকা

মির্জাপুরে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী যুব সংঘের উদ্বোধন

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী যুব সংঘের উদ্বোধন

টাঙ্গালের মির্জাপুরে সাবেক এমপি ‘‘আবুল কালাম আজাদ সিদ্দিকী যুব সংঘ’’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী বড়চালা বাজারে সংগঠনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আবুল কালাম আজাদ সিদ্দিকী যুব সংঘের’’ উদ্বোধন উপলক্ষে সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আরিফ, সহ সভাপতি ডিএম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, প্রচার সম্পাদক তাহেরুল হক খোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিব সিকদার প্রমুখ।

এ সময় সাবেক এমপি কালাম বক্তৃতায় বলেন, তাঁর নামে প্রতিষ্ঠিত এই সংগঠন পরিচালিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জীবনের আদর্শে।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহুরিয়া উদয়ন কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপি সহ-সভাপতি শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, কার্যকরী সদস্য আব্দুস ছাত্তার সিকদার, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইন, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জুয়েল প্রমুখ। পরে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও খবর

Sponsered content