ঢাকা

মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২১ , ৬:১৭:২৩ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জব্বারুল আলম মাফুজের বিরুদ্ধে কাশিয়ানী উপজেলার বেথুড়িয়া ইউনিয়ের লিপটন বিশ্বাস লিটন গত ১৭ জুলাই ২০২১ তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গোপালগঞ্জে একটি পিটিশন দায়ের করেছেন। পরে বিজ্ঞ আদালত হইতে আদেশ প্রাপ্ত হইয়া মুকসুদপুর থানায় মামলাটি রুজু হয়। মামলা নং- ১৬, তারিখ ২৪ জুলাই ২০২১, মামলা সূত্রে জানাগেছে, অভিযুক্ত আসামি মাফুজ, লিপটন বিশ্বাসের মেয়ের সাথে প্রেম করে, পরে তাকে বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে তার সাথে অনৈতিক কর্মকান্ড করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারন করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করতে থাকে, মাফুজের নেতৃত্বে অন্য আসামিরা সাধু হাটির পলাশ মোল্লার বাড়িতে এসে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন আপত্তিকর ছবি দেখায়।
বাদী লিপটন বিশ্বাস জানায়, আমার মেয়ের বিয়ে ভেঙ্গে দিয়ে আমার মেয়ের নামে তারা বিভিন্ন ধরনের বদনাম ছড়িয়ে চরম ক্ষতিসাধন করছে। এ বিষয়ে আমি মাফুজের বাবা মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা এলাকার বাসিন্দা জাফর শেখকে বারবার জানানো স্বত্তেও তিনি তার ছেলেকে কোন শাসন করেননি বা এ ধরনের অপরাধ থেকে বিরত রাখেননি। পরে বাধ্য হয়ে আমি গত ১৭ জুলাই বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গোপালগঞ্জে জব্বারুল আলম মাফুজকে প্রধান আসামি ও তার সহযোগীদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে অভিযুক্ত মাহফুজের ব্যক্তিগত …. ৪৪২ মুঠোফোন নম্বর বন্ধ পাওয়ায় একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগীর পরিবারের পক্ষে অভিযোগ দায়েরের পর বিজ্ঞ আদালতের নির্দেশে মুকসুদপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content