প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ২:৫৬:৪০ প্রিন্ট সংস্করণ
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। গুরুতর আহত অবস্থায় চালক মো. লাবলুকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায়।
গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান জানান, কুমিল্লাগামী একটি মিনি ট্রাক ঘন কুয়াশার কারণে মহাসড়কে অজ্ঞাত গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে করে মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চালকের সহযোগীকে আশংকাজনক অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত চালক লাবলুকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোঃ রাজিবুল হাসান জুয়েল