প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ৪:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
বার্সেলোনায় থাকাকালীন পেপ গার্দিওলার অধীনে চার বছর খেলেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। চলতি মৌসুম থেকে গার্দিওলার অধীনে খেলছেন হাল আমলের তারকা খেলোয়াড় আর্লিং হল্যান্ড। দুজনের শক্তিমত্তা-দুর্বলতা কিংবা মানসিকতা সম্পর্কে তাই ভালোই দখল আছে গার্দিওলার। দুজনের মধ্যে মূল পার্থক্যও খুঁজে পেয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ। তার মতে, হল্যান্ড নিজের পারফরম্যান্সে সবসময় সন্তুষ্ট থাকে কিন্তু মেসি গোল করলেও সন্তুষ্ট হতে পারত না।
শনিবার সাউদাম্পটনকে ৪-১ গোলে হারায় ম্যানসিটি। যেখানে জোড়া গোল ছিল হল্যান্ডের। প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে এরই মধ্যে ৩০ গোল হয়ে গেছে নরওয়ের এই স্ট্রাইকারের। ম্যাচের পর গার্দিওলা বলেছেন, ‘হল্যান্ড সবসময় হাসিখুশি থাকে। মেসি দুই গোল করলেও তিন গোল কেন হলো না সেটি নিয়ে ভাবত। হল্যান্ড সবসময় খোশ মেজাজে থাকে। এমনকি মৌসুমের শুরুতে খারাপ সময়েও যখন সবাই বলাবলি করছিল (ম্যানসিটিতে) সে মানিয়ে নিতে পারবে না, তখনও সে বড় একটি হাসি দিয়ে ট্রেনিং সেশনে উপস্থিত হয়েছিল এবং সবার সঙ্গে কথা বলেছে। শুধু পিচই নয়, বাইরেও তার প্রভাব ছিল অবিশ্বাস্য।’