দেশজুড়ে

মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ বাজেট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৫:০২:০৯ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ বাজেট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের বাজেট চাহিদা নির্ধারন, বরাদ্দ বৃদ্ধি, এবং বাজেট বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ জানুয়ারি সকালে উপজেলা পরিসদের সম্মেলন কক্ষে ডরপ এর ইভলভ প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুশীল সমাজ নেটওয়ার্কের সভাপতি মো: খলিলুর রহমান এবং সভা পরিচালনা করেন ইভলভ প্রকল্পের সমন্বয়ক প্রতিভা বিকাশ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তুবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা দ্রুব মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন , চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন মোরেলগঞ্জ প্রতিনিধি মশিউর রহমান মাসুম, সাংবাদিক গনেশ পাল, নিশানবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবুল, সুশীল সমাজ নেটওয়ার্কের সদস্য নাহিদা আক্তার, তাপস চন্দ্র কর প্রমুখ।

ইউনিয়ন পরিসদের বাজেট প্রণয়নে স্থানীয় জনগনের চাহিদা অনুযায়ী খাত নির্ধারণ জলবায়ু খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বাজেট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বাজেট মনিটরিং ও ট্রাকিং প্রক্রিয়া উন্নত করণ পরামর্শ দেন। ##

আরও খবর

Sponsered content