দেশজুড়ে

মোরেলগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোরেলগঞ্জ  শাখার আয়োজনে “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে ০১-৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)  বিকেলে মোরেলগঞ্জ পৌর শহরের বাজার মেইন রোডের ব্যাংক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও  মোরেলগঞ্জ  শাখা ব্যবস্থাপক মোঃ জয়নাল আবেদীন । সভায় ইসলামি ব্যাংকের  নানাবিধ সেবামূলক  কার্যাক্রম নিয়ে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামি ব্যাংক মোরেলগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন আবু জাফর সালেহ। এ সময় অনন্যদের মধ্যে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব চ্যানেল এস প্রতিনিধি শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জের গণমাধ্যম কর্মীবৃন্দ,বাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content