দেশজুড়ে

মোরেলগঞ্জে জমি দখল করে পাকা ইমারাত নিমাণের অভিযোগ

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৪ , ৬:৫০:২৫ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে জমি দখল করে পাকা ইমারাত নিমাণের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জমি দখল করে পাকা ইমারাত নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. মুনসুর আলী মোল্লা বাদি হয়ে কাওছার মোল্লাকে বিবাদী করে মোরেলগঞ্জ থানা ও সেন্যাক্যাম্পে পৃথক অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে জানাগেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের মো. মুনসুর আলী মোল্লার পৈত্রিক ওয়ারিশ সূত্রে ভোগ দখলীয় (এস এ খতিয়ান নং-৩৩৪, এস এ দাগ নং-৫৩৬) দুটি স্পটে ১২ শতক জমি জোরপূর্বক একই গ্রামের ছোবাহান মোল্লার ছেলে কাওসার মোল্লা ও হান্নান মোল্লা এ দুই ভাই গত শনিবার ভোরে ২০/২৫ জনের একটি বাহিনী নিয়ে প্রবেশ করে উক্ত জমি দখল করে ঘেরা বেড়া দেয়  এবং কাওছার মোল্লার বাড়ির কাছে মেহগনী, চম্বলসহ কয়েক লক্ষ টাকার গাছ কেটে নেয়। এ নিয়ে বাগেরহাট আদালতে মামলা চলমান রয়েছে।  

 এ বিষয়ে মো. মুনসুর আলী মোল্লা বাদি হয়ে সেনাক্যাম্পে কাওছার মোল্লা, মো. হান্নান মোল্লা সহ ৬/৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়াও দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের মাধ্যমে বসা হলে ৩০ বছর ধরে ভোগদখলীয় জমির মালিক মুনসুর আলীর পক্ষে রায় হয়। 

 এ বিষয়ে মো. মুনসুর আলী বলেন, একটি প্রভাবশালী মহল পৈত্রিক জমিতে শনিবার ভোরে ২০/২৫ জনের একটি বাহিনী নিয়ে আমার জমি দখল করে ঘেরা বেড়া দেয় এবং পাকা ইমারত নিমার্ণ করে। আমরা প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই। 

 এ সম্পর্কে মো. কাওছার মোল্লা বলেন, আমার পিতার রেকডর্ীয় জমিতে ঘেরা বেড়া দিয়েছি এবং কাজ শুরু করেছি। অন্যের জমি আমরা দখল করেনি।

আরও খবর

Sponsered content