দেশজুড়ে

মোরেলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহফুজের কবর জিয়ারত করলেন ইউএনও 

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৫৬:৪১ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহফুজের কবর জিয়ারত করলেন ইউএনও 

বাগেরহাটের মোরেলগঞ্জের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল ছাত্র মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে মোরেলগঞ্জ উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে নিয়ে পুর্ব নির্ধারিত সময়ানুযায়ী শহীদ মাহফুজের বাড়িতে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান মাহফুজের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মাহফুজের বাবা বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

এ সময় মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইন্জিনিয়ার আবদুল্লাহ আল জাবির সহ উপজেলা সরকারি দপ্তরের কয়েকজন কর্মকর্তা,স্হানীয় বিএনপি, জামায়াতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content