খুলনা

মোরেলগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

  প্রতিনিধি ১৫ জুন ২০২২ , ৫:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

প্রতিকী ছবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ডাক্তারের ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মোরেলগঞ্জ পৌর সদর বারইখালী ২নং ওয়ার্ডের অফরিন জাহান হ্যাপি নামক ৬ মাসের গর্ভবর্তী এক প্রসুতি গত ৩০ শে মে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ রাইসা ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শর্মী রায়ের কাছে যান। ডা: শর্মী রায় রোগীকে পরিক্ষা নিরীক্ষা শেষে ঔষুধ লিখে দেয়।

ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রসুতি ঔষুধ সেবন করার পর পরের দিন ১লা জুন রোগী অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক এ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে অপরিপক্ষ অবস্থায় সে সন্তান প্রসব করে।

অতপর প্রসুতি মা ও তার নবজাতক সন্তানকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর অসুস্থ্য নবজাতক সন্তানটি পরের দিন মৃত্যু বরন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, মা এবং শিশুর শারীরিক ওজন অনুযায়ী অতিরিক্ত পাওয়ারের এন্টিবায়েটিক খাওয়ানোর জন্য এ সকল দূর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে ভূক্তভোগীর মা মোসা: রাজিয়া সুলতানা ঘটনার প্রতিকার চেয়ে স্বাস্থ্য মহাপরিচালক, জেলা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ডা: শর্মী রায় বলেন, রোগী আমার কাছে এসেছিলেন ঠিকই তবে আমার ব্যাবস্থা পত্রে কোন ভুল চিকিৎসা  ছিল না। অন্য কোন কারন থাকলেও থাকতে পারে।
বিষয়টি জেলা সিভিল সার্জন ডা: মো: জালাল উদ্দিন আহম্মেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

আরও খবর

Sponsered content