চট্টগ্রাম

রমজান উপলক্ষে হাজী আবদুল নবী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৬:৩১:৫৩ প্রিন্ট সংস্করণ

রমজান উপলক্ষে হাজী আবদুল নবী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘মরহুম হাজী আবদুল নবী ফাউন্ডেশন’র উদ্যোগে নিন্ম আয়ের ২০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে এক বস্তা করে ২০০বস্তা চাউল বিতরণ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) সকালে দোহাজারী পৌরসভার ২নম্বর ওয়ার্ডস্থ উল্লাপাড়া এলাকায় নিজ বাসভবনে এই উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও হাজারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নাজিম উদ্দীন।

এসময় তিনি বলেন, ”অসহায় মানুষের পাশে থাকার লক্ষে ২০১০ সাল থেকে প্রতি বছর রমজানে এলাকার নিম্ম আয়ের মানুষের মাঝে চাল বিতরণের উদ্যোগ নিয়েছি। নিজেদের উপার্জনের একটি অংশ মানবতার কল্যাণে ব্যয় করার উদ্দেশ্য নিয়ে আমার মরহুম পিতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন। রমজানের প্রথম দিন থেকেই নিন্ম আয়ের মানুষ যেন স্বস্তিতে সেহরি ও ইফতার করতে পারে সেজন্য প্রতি বছর তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেই। আমরা তিন ভাই ও চার বোন সবাই স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত। যতদিন বেঁচে থাকবো এই উদ্যোগ অব্যাহত থাকবে।

চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক ও হাজারী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম।

আরও খবর

Sponsered content