চট্টগ্রাম

রাউজানে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৫ , ৬:৫০:৫৭ প্রিন্ট সংস্করণ

রাউজানে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

রাউজানে নিজগৃহে ঘুমন্ত অবস্থায় অগ্নিকান্ডে মো. ফয়সাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি চৌধুরী বাড়িতে। নিহত ফয়সাল ওই এলাকার প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে। সে রাউজান বিআরসি স্কুল থেকে উত্তীর্ণ হয়ে রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

জানা গেছে, আগুন লাগার পর সবাই বের হতে পারলেও দোতলায় থাকা শিশু ফয়সাল বের হতে পারেনি। পরে পাশের বাড়ীর দেওয়াল ভেঙ্গে তাকে বের করা হলেও অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারায় ফয়সাল। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাসুল আলম।

আরও খবর

Sponsered content