প্রতিনিধি ২১ জুন ২০২১ , ৮:০০:৩২ প্রিন্ট সংস্করণ
সোমবার প্রেসক্লাব কার্যালয়ে রাজারহাট মডেল প্রেসক্লাবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী। উদ্বোধন শেষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে নব গঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাকিম সবুজ ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আ.লীগের সহ সভাপতি আকবর আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, জেলা আ.লীগের সদস্য আব্দুস সালাম চাষী, জেলা আ.লীগের সদস্য আবুনুর মো. আখতারুজ্জামান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।
এর আগে দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম সবুজকে সভাপতি ও দৈনিক সকাল-বিকালের উপজেলা প্রতিনিধি রেজাউল করিমকে সাধারন সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলোর উপজেলা প্রতিনিধি ইব্রাহিম আলম সবুজকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ।