দেশজুড়ে

রায়পুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের খড়ের গাদা

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ৩:৪৩:১২ প্রিন্ট সংস্করণ

রায়পুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের খড়ের গাদা

লক্ষ্মীপুরের রায়পুরে থানায় অভিযোগ দেয়ায় মেঘনার চরে কৃষকের রান্নাঘর ও গরুর খড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তের বিরুদ্ধে। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার সময় উপজেলার উত্তর চরবংশী ইউপির সংলগ্ন মেঘনা নদীর ঘাসিয়ার চরে এ ঘটনা ঘটেছে।

শনিবার বিকালে কয়েকজন সাংবাদিক ও রায়পুরের হাজিমারা পুলিশ ফাড়ির দুই পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কৃষক মো. সুমন বেপারী (৪১) জানান, শনিবার সকাল ৮টার দিকে দুটি ট্রলারে করে প্রায় ৫-৬ জন মুখোশধারী সশস্ত্র লোক এসে খড়ের গাদায় ও রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। অল্পের জন্য বসতঘর আগুন লাগেনি। 

তিনি আরও জানান, গত ১৯ আগষ্ট রাতে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে তার খামার ভাংচুর করে ৯টি গাভি নিয়ে যায়। এঘটনায় থানায় আনোয়ারসহ ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দেন সুমন বেপারী। 

এঘটনায় স্থানীয় চরবংশী ইউপির জামায়াত নেতারা শালিশ বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দিলেও হামলা ও মারধরের বিষয়ে তা আর সমাধান হয়নি। কয়েকদিন ধরে ওই মামলা তুলে নিতে হুমকি দেয় আনোয়ার হোসেনসহ তার সঙ্গীয় লোকজন।

অভিযুক্ত আনোয়ার হোসেন জানায়, মেঘনা নদীর ঘাসিয়ার চরে সুমন বেপারীর সাথে জমি নিয়ে বিরোধ চলছে। গত ১৯ আগষ্ট রাতে গরু নিয়ে যাওয়া সহ যে ঘটনা ঘটেছে তা সমাধান হয়েছে। সুমন মিয়াকে অভিযোগ তুলে নিতে কোন হুমকি দেয়া বা তাদের রান্নাঘর বা গরুর খড়ে আগুন লাগানো হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া জানান, অগ্নিকান্ডের ঘটনায় কৃষকের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

আরও খবর

Sponsered content