দেশজুড়ে

রায়পুরে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ 

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৫:৫৮:৪২ প্রিন্ট সংস্করণ

রায়পুরে  ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ 

লক্ষ্মীপুরের রায়পুরে ডাক্তার দ্বারা চিসিৎসা সেবা থেকে বঞ্চিত  হচ্ছে অসহায় মানুষ।অনেকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা  সহযোগিতা পেলেও অধিকাংশ প্রান্তিক অসহায় মানুষ পাচ্ছে না চিসিৎসা সেবা ও জরুরী প্রয়োজনীয় ঔষধ৷ সেই বিষয় বিবেচনায় নিয়ে রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জেনিফা নূরানী মাদ্রাসায়  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়৷ এতে সম্প্রতিক বন্য ও পানিবন্দি অসহায় ২শত নারী,পুরুষ,শিশু সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে চিকিৎসা প্রদান সাথে ফ্রি ঔষুধ বিতরন করা হয়৷

জানা যায়, ১৩ই অক্টোবর রবিবার সকাল ১০ ঘটিকা থেকে আলিফ মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আমির হোসেন পরিচালনায় ও ৪ নং সোনাপুর ইউনিয়নের সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক রেদোয়ান হোসেন, আলিফ মীম হাসপাতালের হিসাব রক্ষক ইনজামুল হক আরিফ চৌধুরীর সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন,আলিফ মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন চিকিৎসক ডাঃ নেওয়াজ শরিফ আহাম্মেদ ভূঞা ও গাইনী চিকিৎসক ডাঃ জেনি ফারজানা আলম। 

 আলিফ মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ্ব আমির হোসেন বলেন,সদ্য শেষ হওয়া বন্যার কারনে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জ্বর,ডাইরিয়া,চর্ম রোগ সহ নানান অসুখ। এতে করে জনসাধারণের মাঝে দেখা দিয়েছে চিকিৎসার অভাব। মানুষ টাকা দিয়ে ডাক্তার দেখানো ও ঔষধ কিনতে পারছেনা। এই সব দিক বিবেচনা করে আমার প্রতিষ্ঠান থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের ব্যবস্হা করেছি। আমার এই জনসেবা মূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে। 

আরও খবর

Sponsered content