প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ৭:১৯:৩৯ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
জাতীয় নির্বাচনকে ঘিরে অন্য দেশের রাষ্ট্রদূতদের তৎপরতা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, যদি কেউ কোনো মতামত দিতে চান সেটা দেখার জন্য ভিন্ন মন্ত্রণালয় আছে। আমরা শুধু নির্বাচন পরিচালনার জন্য যা করা দরকার তাই করবো। অন্য কোনো বিষয় দেখার দায়িত্ব আমাদের নয়।