রাজশাহী

রায়গঞ্জে জেলা প্রশাসকের মুজিববর্ষের ঘর পরিদর্শন

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৭:২৩:২৮ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

রায়গঞ্জে মুজিববর্ষের ঘর পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহম্মেদ। গত বুধবার বিকেল ৫ টায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক প্রধান মন্ত্রীর দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় চান্দাইকোনা ইউনিয়নের সিমলা ও ধামাইনগর ইউনিয়নের বাকাই, প্রতাবদীঘি মোট ৭০টি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তিকনা মন্ডল, উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার, ধামাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাইসুল হাসান তালুকদার সুমন প্রমুখ।

জেলা প্রশাসক পৃথক তিনটি স্থানে গৃহনির্মান কাজ পরিদর্শন শেষে গৃহনির্মাণ কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

Powered by