চট্টগ্রাম

রুমা-রোয়াংছড়িতে বেড়েছে ভ্রমণে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৮:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার সময় আবারো বৃদ্ধি করেছে প্রশাসন।

১৬ নভেম্বর বুধবার বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। আজ পুনরায় এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করে রুমা-রোয়াংছড়ি ভ্রমণে আগামী ২০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।এছাড়া রুমা-রোয়াংছড়ি ব্যাতিত অন্যান্য উপজেলায় ভ্রমণ প্রত্যাশিরা ভ্রমণ করতে পারবেন বলেও জানানো হয় এই বিজ্ঞপ্তিতে।

নিষেধাজ্ঞার বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by