প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৩:২৩ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির লংগদুতে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবাগত ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রশীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রবি রঞ্জন চাকমা ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আহরার প্রমূখ্য।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। এজন্য লেখা পড়ার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে । শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করতে হবে।
পরে বিদ্যালযের নবাগত শিক্ষার্থী ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আহরার ।